Siliguri Rape Verdict

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে রায়, শিলিগুড়ি গণধর্ষণ মামলায় দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, দিতে হবে ক্ষতিপূরণও

গণধর্ষণ মামলায় অভিযুক্ত দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমার ফাস্ট ট্র্যাক আদালত। পাশাপাশি, অভিযুক্ত দু’জনকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে নির্যাতিতাকে।

মহকুমা দেওয়ানি ও ফৌজিদারি আদালত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮

গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমার ফাস্ট ট্র্যাক আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন বিচারক।

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল এলাকার একটি নির্জন স্থানে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ তার দুই সহপাঠী আলয় রায় ও বিশাল মহন্তকে গ্রেফতার করে।

প্রায় দু’বছর ধরে মামলার বিচার প্রক্রিয়া চলার পর আদালত অভিযুক্ত দু’জনকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে। দোষীদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। পাশাপাশি, আদালত নির্দেশ দিয়েছেন অভিযুক্ত দু’জনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে নির্যাতিতাকে। ক্ষতিপূরণের অর্থ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।


Share