Abhishek Barnajee

উত্তরবঙ্গ সফরে অভিষেক, এসআইআর মাঝেই শুরু হচ্ছে ‘নবজোয়ার–২’-এর কাউন্টডাউন

- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসছেন। এসআইআর প্রক্রিয়া পরিদর্শন ও নবজোয়ার–২ নিয়ে ইঙ্গিত দিতে পারেন তিনি, জানিয়েছে দলীয় সূত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ
  • শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৫:২৮

নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাঁর একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। বিশেষ করে রাজ্যজুড়ে চলতে থাকা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই তৃণমূল শিবির ও ক্যাম্পগুলি স্বচক্ষে পরিদর্শনের পরিকল্পনা করেছেন তিনি। 

৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন। প্রক্রিয়া শুরুর আগে ভার্চুয়াল বৈঠকে দলের নেতা–কর্মীদের ৬২০০টি ক্যাম্প গড়ে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। পাশাপাশি প্রতিটি বিধানসভায় ‘ওয়ার রুম’ তৈরির কথাও জানান তিনি। সেই বৈঠকেই ইঙ্গিত দেন শীঘ্রই রাজ্যের বিভিন্ন জেলায় সফরে যাওয়ার—উত্তরবঙ্গ সফর সেই নির্দেশ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বহু প্রতীক্ষিত অভিষেকের ‘নবজোয়ার-২’ কর্মসূচি কবে শুরু হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। দলীয় শীর্ষস্তরের খবর, এবার নয়া ফরম্যাটে আসতে পারে নবজোয়ার–২, এবং উত্তরবঙ্গ সফর থেকেই অভিষেক সেই ঘোষণার ইঙ্গিত দিতে পারেন।

অভিষেকের সফর ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূলের জেলা সংগঠন। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ—এই সফর উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


Share