Pray for New Year

নববর্ষের পুণ্য লগ্নে শিলিগুড়ি জুড়ে ভক্তির জোয়ার, মন্দিরে মন্দিরে উপচে পড়ল ভিড়

নববর্ষের সকালে শিলিগুড়ি জুড়ে উৎসবের আবহ। মালাগুড়ি হনুমান মন্দিরে ভক্তদের ঢল, শঙ্খধ্বনি ও প্রার্থনায় নতুন বছরকে স্বাগত সকলের কামনা সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নববর্ষ উপলক্ষ্যে উপাসনালয়গুলিতে জমে উঠেছে ভিড়
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৪:২০

নববর্ষের প্রথম দিনে শিলিগুড়ি শহরজুড়ে এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বছরের শুরুতেই মঙ্গল ও কল্যাণের আশায় শহরের বিভিন্ন মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় ভোর থেকেই মানুষ ছুটে যাচ্ছেন উপাসনালয়গুলিতে।

শিলিগুড়ির মালাগুড়ি হনুমান মন্দিরে এদিন দেখা যায় বিশেষ চিত্র। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে যায়। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে হনুমানজির দর্শন ও পূজা অর্চনা করেন ভক্তরা। কারও হাতে ফুল, কারও হাতে প্রসাদ সকলের মুখেই ছিল ভক্তি ও বিশ্বাসের ছাপ।

নববর্ষের পুণ্য লগ্নে মন্দির প্রাঙ্গণ জুড়ে ধ্বনিত হয় শঙ্খধ্বনি, ভক্তিগীতি ও প্রার্থনার সুর। ধর্মীয় আবহে নতুন বছরকে স্বাগত জানিয়ে শিলিগুড়িবাসীর একটাই কামনা এই বছর যেন সকলের জীবনে মঙ্গল, শান্তি ও শুভফল বয়ে আনে।


Share