Protest Against Atrocities

বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়ির চম্পাসারি মোড়ে বিক্ষোভ, আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শিলিগুড়ির চম্পাসারি মোড়ে বিক্ষোভ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। আন্তর্জাতিক তদন্ত ও কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানানো হয়।

মঃ ইউনূসের কুশপুতুলিকা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেলে শিলিগুড়ির চম্পাসারি মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সভাপতি বিক্রমাদিত্য মন্ডল-সহ অন্যান্য সদস্যেরা।

বিক্ষোভে বক্তৃতা রাখতে গিয়ে বিক্রমাদিত্য মন্ডল জানান, বাংলাদেশে ধারাবাহিক ভাবে হিন্দুদের উপর হামলা ও হত্যার ঘটনা সামনে আসছে, যা অত্যন্ত ‘উদ্বেগজনক’। সংখ্যালঘু হিন্দুরা সেখানে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি এই ঘটনার নিরপেক্ষ ও আন্তর্জাতিক স্তরের তদন্তের দাবি জানান। এর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ভারত সরকারকে কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলেন তিনি।

এ দিন শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এক দল বিক্ষোভকারী সেই কুশপুত্তলিকায় জুতো দিয়ে মারতে দেখা যায়। পোড়ানো হয় বাংলাদেশের পতাকাও। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়।


Share