Fake Note Bust

নিউ জলপাইগুড়ি স্টেশনে জাল নোট-সহ গ্রেফতার যাত্রী, উদ্ধার ২.৭৪ লক্ষ টাকা

শিলিগুড়িতে জাল নোট পাচার রুখে বড় সাফল্য জিআরপি ও এসওজির। নিউ জলপাইগুড়ি স্টেশনে দুই লক্ষ ৭৪ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার বিহারের বাসিন্দা এক যাত্রী।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪

নিউ জলপাইগুড়ি জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল। যাত্রী সেজে জাল নোট নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী। নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট।

রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর তিনে কামাক্ষা–আগরতলা এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে ধরা পড়ে অভিযুক্ত। তার হেফাজত থেকে মোট দুই লক্ষ ৭৪ হাজার টাকার জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে।

ধৃতের নাম মোহাম্মদ একরম আনোয়ার। অভিযুক্তের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড, দু’টি পাসবুক, একটি চেকবুক, দু’টি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন।

জিআরপি ও এসওজি সূত্রে জানা গিয়েছে, আগরতলা–দেওঘর এক্সপ্রেসের ডাউন জেনারেল কামরা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত কামাক্ষা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।

সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত আরও কারা রয়েছে তা জানতে তদন্ত চালাবে নিউ জলপাইগুড়ি জিআরপি।


Share