Molestation

চিকিৎসার নাম করে চেম্বারে ডেকে মহিলাকে শ্লীলতাহানি! শিলিগুড়িতে গ্রেফতার চিকিৎসক

চিকিৎসার সুযোগ নিয়ে শ্লীলতাহানি অভিযোগ। অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৬১ বছরের চিকিৎসক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতে তোলা হয় অভিযুক্তকে।

নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৮

চিকিৎসার নাম করে চেম্বারে ডেকে মহিলাকে শ্লীলতাহানি। তার পরে ধর্ষণ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার অভিযুক্তকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা নির্যাতিতা মহিলা প্রায় আট মাস আগে অভিযুক্ত ব্যক্তির কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে চেম্বারে ডেকে তাঁর সঙ্গে শ্লীলতাহানি করে। ঘটনা ঘটার দীর্ঘদিন পর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এমনকি অভিযোগপত্রে ধর্ষণের কথাও উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে একাধিক মহিলার শারীরিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম নজরুল ইসলাম। জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক ওই এলাকায় ভালোবাসা মোড়ে এলাকায় একটি চেম্বার ছিল। সোমবার সকালে অভিযোগ দায়ের হয়। বিকেলেই তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।


Share