Vivekananda Rally Siliguri

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য শিলিগুড়িতে শোভাযাত্রা, উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরসভার ৭৫তম বর্ষপূর্তি ও স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে বাঘাযতীন পার্ক থেকে ঝংকার মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা। মেয়র গৌতম দেব-সহ বিশিষ্টদের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবের আবহ।

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৪:১৮

শিলিগুড়ি পুরসভার ৭৫তম বর্ষপূর্তি এবং মহান হিন্দু মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার শিলিগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয়ে হিল কার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ মোড় তথা ঝংকার মোড়ে গিয়ে শেষ হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। এ ছাড়াও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। শোভাযাত্রা ঘিরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।


Share