Road Accident

বর্ষবরণের রাতে বাঁকুড়ায় দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যু

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার ভৈরবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। গাড়ির ধাক্কায় টোটো চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৬:৪৪

বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার ভৈরবপুর গ্রামে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কায় এক টোটো চালক ও পথচারী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পরেই গাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত চালক। ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি বাঁকুড়ার দিকে আসছিল। সেই সময় টোটো চালিয়ে যাচ্ছিলেন সোমনাথ। অভিযোগ, বেপরোয়া গতির গাড়িটি প্রথমে সজোরে টোটোকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী কুরান ঘোষকে পিষে দেয় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়েরা ঘটনাস্থলে আসেন। তাঁরাই জখমদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। টোটো চালক সোমনাথ ও পথচারী কুরান ঘোষকে স্থানীয় অমরকানন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশেও খবর দেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনায় পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। দু’জনের মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্ত চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ ধরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ আধিকারিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রের খবর, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ঘন কুয়াশার জেরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে বেপরোয়া গতিও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Share