Special Intensive Revision

এসআইআর-এর ‘ফর্ম ৭’ ভর্তি গাড়ি আটক বাঁকুড়ায়, দুই বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, ‘বৈধ’ বলছে কমিশন

‘ফর্ম ৭’ মূলত ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় এই ফর্ম। ঘটনার পরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম কাটার জন্য এই ফর্ম নিয়ে আসা হচ্ছিল।

(বাঁ দিকে) বাজেয়াপ্ত ‘ফর্ম ৭’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩

রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ‘ফর্ম ৭’ সমেত গাড়ি আটক হয়েছে। বাঁকুড়ার খাতড়া সিনেমা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ দু’জন বিজেপি কর্মীকে আটক করেছে। গাড়িটিকেও নিয়ে গিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার তালড‍্যাংরা দিক থেকে একটি সাদা গাড়ি আসছিল। গাড়ির ডিকিতে প্রায় চার হাজার ‘ফর্ম ৭’ ছিল। সেই গাড়িটি খাতড়া সিনেমা মোড়ের কাছে এলে কয়েক জন তৃণমূল কর্মী আটকায়। শাসকদলের দাবি, গাড়িটিকে তাঁরা তালড‍্যাংরা থেকে পিছু নিয়েছিল। জানা গিয়েছে, ওই ‘ফর্ম ৭’ পূরণ করা ছিল। তাতে ভোটারদের তথ্য লেখা ছিল। ‘ফর্ম ৭’-গুলি তালড‍্যাংরা বিধানসভার ভোটারদের। সূত্রের খবর, তাঁরা সেগুলি নিয়ে ইআরও-র কাছে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রের দাবি, গাড়িতে মোট পাঁচ জন বিজেপি কর্মী ছিলেন। দুই বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাঁকুড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। ‘ফর্ম ৭’-গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কোন আইনে তা বাজেয়াপ্ত করা হয়েছে তা নিয়ে মন্তব্য করতে চায়নি থানার এক পুলিশ আধিকারিক।

‘ফর্ম ৭’ মূলত ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় এই ফর্ম। ঘটনার পরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম কাটার জন্য এই ফর্ম নিয়ে আসা হচ্ছিল।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ‘তথ‍্য চুরির’ অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, “বস্তায় করে এতো কাগজ নিয়ে যাওয়া হচ্ছে। এমনটা আইনে নেই। এটা করা যায়না।” এর পরেই তিনি জেলা প্রশাসন এবং থানার আইসিদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বলেছেন, “কোথাও যদি একসাথে এতো কাগজ পান, বাজেয়াপ্ত করবেন। এফআইআর করবেন। ব‍্যবস্থাও নেবেন।”

বাঁকুড়ার খাতড়ায় ‘ফর্ম ৭’ উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন মনে করছে, এক সঙ্গে এতো ‘ফর্ম ৭’ নিয়ে যাওয়ায় আইনের উলঙ্ঘন হয়নি। তাঁরা স্পষ্ট জানিয়েছে, ‘ফর্ম ৭’ যে কেউ নিয়ে যেতে পারেন। কিন্তু সেই ফর্মে ভোটারকেই সাক্ষর করতে হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে এক কর্তা জানান, কোনও রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট (বিএলএ) নিজেই ৫০টি দিনে বন্টন করতে পারেন। এই সংক্রান্ত কোনও নিয়ম নেই। ওটা ব‍্যক্তিগত জিনিস।

মুখ‍্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও বলেন, “গাড়িতে করেই আনা হোক কিংবা হেলিকপ্টার, ‘ফর্ম ৭’ নিয়ে আসতে পারেন। এতে কোনও অসুবিধা নেই।”


Share