Molestation

দুর্গাপুরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কোক ওভেন থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরে
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৭:৩০


দুর্গাপুরে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ‘নির্যাতিতা’ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলের দাদা। অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিকেলে তরুণীর পাড়ার শতাধিক বাসিন্দা কোক ওভেন থানার সামনে বিক্ষোভ দেখান। থানার এক আধিকারিক বলেছেন, “নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গিয়েছে, তরুণী সিটি সেন্টার অঞ্চলে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অভিযোগ অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় অভিযুক্ত তাঁর সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ান। তিনি তরুণীকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পাড়াতুতো কাকা হওয়ার কারণে বিশ্বাস করে তরুণী গাড়িতে ওঠেন।

তরুণী জানান, গাড়িতে ওঠার কিছুপরে ডিভিসি মোড় থেকে হঠাৎ ইন্দো-আমেরিকান মোড়ের দিকে গাড়ি ঘুরিয়ে দেন উনি। বলেন, কিছু কাজ আছে। এর মধ্যে তিনি তরুনীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাঁকে গ্যারাজ মোড়ে নামিয়ে দেন। তাঁকে হুমকিও দেওয়া হয়। বলা হয়, গাড়ির ভিতরে যা হয়েছে তা যেন সে কাউকে না জানায়। তরুণী বাড়িতে ফিরে ঘটনা জানালে পরিবারের তরফে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।


Share