Matricide Alleged

কুলটিতে পারিবারিক অশান্তির জেরে মায়ের মৃত্যু, ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পশ্চিম বর্ধমানের কুলটিতে পারিবারিক অশান্তির জেরে ছেলে বিশাল সিংহ হাতে খুন হলেন সুশীলা সিংহ (৪৫)। বুধবার সকালে রক্ত দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ছেলেকে গ্রেফতার করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৪:১৬

পশ্চিম বর্ধমানের কুলটি থানার এল সি মোড় এলাকায় পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম সুশীলা সিংহ (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন তিনি।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে সেই অশান্তিই নাকি চরমে পৌঁছায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বচসার মাঝেই ভারী কোনও বস্তু দিয়ে সুশীলার মাথায় আঘাত করেন তাঁর ছেলে বিশাল সিংহ। বুধবার সকালে বাড়ির বাইরে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়দের দাবি, বিশালের কোনও কাজকর্ম ছিল না। সুশীলা নিজের রোজগারেই সংসার সামলাতেন। এ দিন সকালে রক্তাক্ত দাগ দেখে তাঁদের সন্দেহ হয়, তারপরই খবর দেওয়া হয় থানায়।

ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশালকে গ্রেফতার করে। সুশীলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। কুলটির পুলিশ কর্তা জাভেদ হোসেন জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।


Share