Fire Incident

আসানসোলে গ্লাস কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

সোমবার বিকেলে আচমকাই আগুন লাগায় দাহ্য পদার্থের কারণে দ্রুত তা গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৩:০৯

আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া এলাকায় একটি গ্লাস কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সোমবার বিকেলে আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনের ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। 

আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখা যায়। আশপাশের কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, একটি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

কারখানার এক আধিকারিক জানান, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে প্রাথমিকভাবে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট নয়। স্থানীয় এক কারখানার কর্মী জানান, হঠাৎ পাশের কারখানা কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখেন তাঁরা। তখনই আগুন লাগার বিষয়টি বুঝে দ্রুত দমকলে খবর দেওয়া হয়।


Share