Accident of School Student

স্কুল ছুটির পর ভয়াবহ দুর্ঘটনা, সাইকেলে ফিরতে গিয়ে ডাম্পারের ধাক্কায় জখম অষ্টম শ্রেণির ছাত্রী

সকাল সাড়ে ১১টা নাগাদ এস এন ব্যানার্জী রোডে স্কুল ছাত্রীর ভয়াবহ দুর্ঘটনা। একটি ডাম্পার সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটিকে আটক করে।

দুর্গাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির ছাত্রী
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৩:৫৮

দুর্গাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী রাজশ্রী বাউড়ি গুরুতর আহত হলেন। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এস এন ব্যানার্জী রোডে এই দুর্ঘটনা ঘটে। রাজশ্রী দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটির পর রাজশ্রী সাইকেলে বাড়ি ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ডাম্পারটিকে আটক করেন। ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়। আহত রাজশ্রীকে তৎক্ষণাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটিকে আটক করে। তবে চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা এস এন ব্যানার্জী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, হেতোডোবা শিল্পাঞ্চলের দিকে যাওয়া ডাম্পার ও ট্রাকগুলি প্রতিদিনই এই রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে চলে। বহুবার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা।


Share