Road Accident

সবজি বিক্রি করে ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, ক্ষোভে বেলিয়াতোড়ে অবরোধ পথ

বাঁকুড়ার বেলিয়াতোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহী চাষি অরূপ মাঝির। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা ঘাতক লরি আটক করে কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৩

বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিকে আটক করে বিক্ষোভে ফেটে পড়েন এবং বেশ কিছুক্ষণ বাঁকুড়া–দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরূপ মাঝি। তিনি বেলিয়াতোড় থানার অন্তর্গত সারেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় চাষি। প্রতিদিনের মতোই অরূপ নিজের চাষ করা সবজি বিক্রি করতে সাইকেলে করে বেলিয়াতোড়ে এসেছিলেন। বাজার সেরে স্থানীয় একটি মুদিখানার দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি।

সেই সময় দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অরূপের সাইকেলে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়েন। লরির চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছিল। তবে হাসপাতাল পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র শীট জানান, অরূপের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তাঁরা ঘাতক লরিটিকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। সঙ্গে বাঁকুড়া–দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share