Two Dead Body Recovered

বাঁকুড়ার ইন্দাসে বন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত‍্যুর তদন্তে পুলিশ

মৃতদের নাম দীনবন্ধু কুন্ডু এবং লক্ষ্মী কুণ্ডু। ঘটনাটি বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি গ্রামে। ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার দেহ। সিলিং ফ্যানে থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বৃদ্ধের দেহ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০২:২৯

বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত কুশমুড়ি গ্রামে। মৃতদের পরিচয় দীনবন্ধু কুণ্ডু ও তাঁর স্ত্রী লক্ষ্মী কুণ্ডু।আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

মৃত দীনবন্ধু কুণ্ডুর বয়স ছিল ৮৬ বছর এবং তাঁর স্ত্রী লক্ষ্মী কুণ্ডুর বয়স ৭৬। দীনবন্ধু কুণ্ডু পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁদের ছেলে অসিত কুণ্ডু ও পুত্রবধূ সুস্মিতা কুণ্ডুও একই বাড়িতে থাকতেন। জানা গিয়েছে, তাঁরা দু’জনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। শনিবার সকালে বৃদ্ধ দম্পতির ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করার পরেও সারা না মেলায় দরজা ভেঙে ঘরে ঢোকে তাঁরা। ভিতরে ঢুকেই তাঁরা দেখেন, মেঝেতে পড়ে রয়েছে বৃদ্ধা লক্ষ্মী কুণ্ডুর নিথর দেহ। একই ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল বৃদ্ধ দীনবন্ধু কুণ্ডুর দেহ। 

খবর দেওয়া হয় দ্রুত ইন্দাস থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। অভিযোগ, ছেলে ও পুত্রবধূর সঙ্গে বৃদ্ধ দম্পতির বিবাদ থানা পর্যন্ত গড়িয়েছিল। এমনকি, পরিবারের তরফে তাঁদের পর্যাপ্ত সময় ও যত্ন দেওয়া হচ্ছিল না বলেও স্থানীয়দের একাংশের দাবি। তবে এই প্রসঙ্গে মৃত দম্পতির ছেলে অসিত কুণ্ডু জানান, কয়েক সপ্তাহ আগে একটি পারিবারিক সমস্যা হয়েছিল ঠিকই, যার জন্য থানায় অভিযোগ জানানো হয়েছিল। পরে পুলিশি মধ্যস্থতায় সেই বিষয়টি মিটে যায়। এখন পরিবারে কোনও সমস্যা ছিল না বলেই তিনি দাবি করেন।

কী কারণে ঘটলো এমন ঘটনা? দুই বৃদ্ধ দম্পতি কি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share