Coal Mining

খোলামুখ খনিতে কয়লা চুরির সময় ধস, আসানসোলে মৃত অন্তত দু’জন

পশ্চিম বর্ধমানের আসানসোলে বিসিসিএল পরিচালিত খোলামুখ খনিতে কয়লা চুরির সময় ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জনের খনির ভিতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

কয়লাখনি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৬:১৭

রাষ্ট্রায়ত্ত সংস্থার খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের আসানসোলে। মঙ্গলবার সকালে কুলটি থানার অন্তর্গত বড়িরা এলাকায় বিসিসিএল পরিচালিত একটি খোলামুখ খনিতে ধস নামার ঘটনায় একাধিক ব্যক্তি ভিতরে চাপা পড়ে যান। স্থানীয় সূত্রের খবর, খনির ভিতরে আটকে পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জন ভিতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বিপদের ঝুঁকি নিয়েই কয়েক জন ওই খনিতে অবৈধভাবে কয়লা তুলতে নামেন। কয়লা উত্তোলনের সময়ই খনির একাংশে হঠাৎ ধস নামে। মুহূর্তের মধ্যেই খনির ভিতরে থাকা ব্যক্তিরা মাটির নিচে চাপা পড়ে যান। ধসের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে বিসিসিএল-এর আধিকারিকেরা ও কুলটি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছোয়। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। জেসিবি ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

তবে এখনও পর্যন্ত খনির ভিতরে ঠিক কত জন আটকে রয়েছেন সে বিষয়ে খনি কর্তৃপক্ষ বা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও স্থানীয় এক কাউন্সিলর দাবি করেছেন, তিনি অন্তত দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম জানান, “ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই বিস্তারিত তথ্য জানানো হবে।”

উল্লেখ্য, আসানসোল ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় খোলামুখ খনি থেকে কয়লা চুরির ঘটনা নতুন নয়। জীবনের ঝুঁকি নিয়েই বহু মানুষ এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়েন, যার ফলস্বরূপ বারবার ঘটে যাচ্ছে প্রাণঘাতী দুর্ঘটনা।


Share