Weather Update

রবিবার রাত থেকেই আবার কামব্যাক শীতের, ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ

হাওয়া অফিস জানিয়েছে, সোম এবং মঙ্গলবার তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তবে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন তাপমাত্রার পারদ নামতে পারে বেশ কিছুটা। ঠান্ডার দাপট পুরোদমে বজায় থাকবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

ঝড়ো ইনিংসের পরে শীত কিছুটা কমে গিয়েছিল। তার ফলে  অনেকেই ভেবেছিলেন এ বার হয়তো বিদায় নেওয়ার পালা। কিন্তু সেই জল্পনাকে ভুল প্রমাণ করে ফের একবার দাপটের সঙ্গে কামব্যাক শীতের। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পর সোমবার এক ধাক্কায় অনেকটাই নেমে গেল তাপমাত্রা। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ সেলসিয়াস। ফলে পৌষের শেষ বেলায় শীত আবারও হাজির স্ব-মহিমায়।

হাওয়া অফিস জানিয়েছে, সোম এবং মঙ্গলবার তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তবে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন তাপমাত্রার পারদ নামতে পারে বেশ কিছুটা। ঠান্ডার দাপট পুরোদমে বজায় থাকবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। সব মিলিয়ে এক কথায় বলাই যায়, গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে মকর সংক্রান্তির পিঠে-পুলি উৎসব—ঠান্ডায় বেশ জমে যাবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ এ রাজ্যের উপর সরাসরি কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে নিম্নচাপের টানে জলীয় বাষ্পপূর্ণ মেঘ হঠাৎ ঢুকে পড়েছিল দক্ষিণবঙ্গের আকাশে। যার জেরেই সাময়িক ভাবে বাধা পেয়েছিল হিমেল উত্তুরে হাওয়া। কিন্তু সেই মেঘ সরে যেতেই আবার সক্রিয় উত্তুরে হাওয়া। আর তার ফল মিলেছে রবিবার রাতেই।

ঠান্ডার সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপটও। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও দুই বঙ্গের একাধিক জেলাতে কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।


Share