Weather Update

মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা, উত্তুরে হাওয়া কাঁপুনি ধরাবে রাজ্যবাসীকে

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের মেঘের বাইরের অংশে (ক্লাউড ব্যান্ড) ‘উত্তুরে’ হাওয়া ব্যাহত হওয়ার ফলে রাজ্যের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা–সহ প্রতিটি জেলাতে এখনও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:২০

দক্ষিণবঙ্গে তাপমাত্রাও একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু সেটা যে দীর্ঘস্থায়ী হবে না তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জন‍্য এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। কিন্তু যা বলা তাই কাজ। শনিবার তাপমাত্রা বৃদ্ধির পর রবিবার শেষ রাতে শহরের তাপমাত্রা ফের ২.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমে নেমে গেল। পৌঁছে গেল ফের ১২.৪ ডিগ্রিতে। ফলে আগামী কাল মকর সংক্রান্তিতে নতুন করে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আরও প্রবল হল।

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের মেঘের বাইরের অংশে (ক্লাউড ব্যান্ড) ‘উত্তুরে’ হাওয়া ব্যাহত হওয়ার ফলে রাজ্যের প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা–সহ প্রতিটি জেলাতে এখনও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে।

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হওয়ার পরে রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডার সম্ভাবনা খুব বেশি। পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।


Share