Weather Update

বড়দিনের আগেই শীতের কামব্যাক, কলকাতা তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে

গত রবিবার ছিল এ মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে।

বড়দিনের আগেই শীতের কাম ব্যাক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৭

বড়দিনের আগেই শীতের কাম ব্যাক। অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতা- সহ জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিনে আরও ২-৩ ডিগ্রি পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে। বড়দিনে বড় উপহার পেতে চলেছেন শীতপ্রেমীরা।

গত রবিবার ছিল এ মরশুমের শীতলতম দিন। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে।

পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে আপাতত। ঘন কুয়াশার সতর্কতা জারি করা করেছে আলিপুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। আপাতত রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ২৫ ডিসেম্বর তাপমাত্রা নেমে পৌঁছ যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমানে ২৫ ডিসেম্বর এবং তার পরবর্তী ২-৩ দিনে ৯ ডিগ্রিতে নামতে পারে পারদ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থাকতে পারে। শিলিগুড়ির ১১ডিগ্রি।

 মুর্শিদাবাদ,বহরমপুর,আসানসোলের ক্ষেত্রে ১২ ডিগ্রি, বিষ্ণুপুরের ক্ষেত্রে ১১ ডিগ্রি, হাওড়া, মেদিনীপুরে ১৩ ডিগ্রি, দিঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, আলিপুরের ক্ষেত্রে ১৪ ডিগ্রিতে নামতে পারে পারদ।


Share