Weather Update

আবার পারদপতন রাজ্য! শীতলতম জায়গার অবস্থানও কার্যত পাল্টে গেল, হাতে মাত্র কয়েকদিন তারপরেই বাড়বে তাপমাত্রা

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)।

সোয়েটার, চাদর, মাফলারে জুবুথুবু রাজ্য।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩

সোয়েটার, চাদর, মাফলারে জুবুথুবু রাজ্য। রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও সোমবার আবার পারদপতন হয়েছে। তার সঙ্গে রয়েছে উত্তরের হাওয়ার দাপট। কুয়াশার মোড়কে ঢেকেছে গোটা রাজ্য। বছর শেষে হার কাঁপানো ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েকদিন পর থেকে আবার পারদ চড়তে পারে। 

হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গে সব থেকে শীতলতম জেলা ছিল বাঁকুড়া। যার তাপমাত্রা ৯.৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যেই রয়েছে। কলকাতার আকাশ কুয়াশা মুক্ত হলেও কোথাও কোথাও ঘন কুয়াশার আস্তরণ দেখা গিয়েছে। যার ফলে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে গিয়েছিল। 

উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে।

উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে কিছুটা পারদ চ়ড়বে বলে জানানো হয়েছে। আগামী তিন দিন দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি চড়বে পারদ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছিল। শনিবার মরসুমের শীতলতম দিনে শহরের তাপমাত্রা ছুঁয়েছিল ১২.৮ ডিগ্রি।


Share