Weather Update

এক লাফে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি, পৌষ মাসের শেষ পর্যন্ত শীতের আমেজ থাকবে, বলছে আবহাওয়া দফতর

রবিবার থেকে তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে, এমন পূর্বাভাস ছিলই। ফলে হাড় কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি মিলেছে। কিন্তু, এখনই এখনই আলগা হচ্ছে না শীতের কামড়। আবহাওয়া দফতর জানিয়েছে, পৌষের শেষ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকছে রাজ্যে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:৪৫

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেল। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার প্রায় সাড়ে তিন ডিগ্রি বেড়ে শহরের তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

রবিবার থেকে তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস ছিল। ফলে হাড় কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি মিলেছে। কিন্তু, এখনই আলগা হচ্ছে না শীতের কামড়। আবহাওয়া দফতর জানিয়েছে, পৌষের শেষ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকছে রাজ্যে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও রোদ উঠলে ধীরে ধীরে কুয়াশার প্রভাব কেটে যাবে। দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

সোমবারও কমবেশি একইরকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে, মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। বুধবার, মকর সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর-সহ মোট ছ’টি জেলায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে। দৃশ্যমানতাও নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি।

কলকাতায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। শনিবারের তুলনায় প্রায় সাড়ে তিন ডিগ্রি বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা এমনই থাকবে কলকাতার আবহাওয়া। পৌষ সংক্রান্তিতে ফের নামবে কলকাতার তাপমাত্রা। ফলে, পৌষের শেষে আর মাঘের শুরুতে কলকাতায় জমিয়ে ঠান্ডা থাকার সম্ভাবনা থাকছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।


Share