Weather Update

রবিবারের রেকর্ড ভাঙতে পারে আগামী সপ্তাহেই, সতর্কতা হাওয়া অফিসের

শুষ্ক আবহাওয়ায় নামবে তাপমাত্রার পারদও। ঠান্ডা বাড়লে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও কুয়াশার দেখা মিলতে পারে।

ঠান্ডা বাড়লে বাড়তে পারে কুয়াশার দাপট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

রাত পোহালেই বড়দিন। লাল, নীল, সবুজ - সহ বিভিন্ন আলোতে সেজে উঠবে গোটা শহর কলকাতা। বা শুধু কলকাতা কেন? গোটা রাজ্যই বলা যেতে পারে। শীতের আমেজ নিতে নিতে বড়দিনের আনন্দে মেতে উঠবে মানুষ। তবে কতটা নামবে পারদ? বড় খবর দিল হাওয়া অফিস। 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই। ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। শুষ্ক আবহাওয়ায় নামবে তাপমাত্রার পারদও। ঠান্ডা বাড়লে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও কুয়াশার দেখা মিলতে পারে। 

দক্ষিণবঙ্গে, ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। বৃহস্পতিবার থেকেই পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রির নীচে নামতে পারে। এখনও পর্যন্ত রবিবার মরশুমের শীতলতম দিন ছিল। তবে সেই রেকর্ড সামনের সপ্তাহ তেই ভেঙে যেতে পারে। 

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আগামী দু’তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা। প্রভাব পড়তে পারে বাগডোগরা বিমানবন্দরের পরিষেবাতেও।


Share