Weather Update

ঠান্ডায় জেরবার রাজ্যবাসী! সমস্ত রেকর্ড ভেঙে শীতলতম দিন পেতে চলেছে শহর কলকাতা, শীতের থেকে এখনই রেহাই নেই

দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। আপাতত বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক।

ঘন কুয়াশার চাদরে গোটা রাজ্য ঢেকে গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১০:১৬

ভাঙল সমস্ত রেকর্ড। কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁড়াল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার চাদরে গোটা রাজ্য ঢেকে গিয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রার অস্বাভাবিক ভাবে পতন ঘটেছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তীব্র থেকে তীব্রতর ঠান্ডা পড়তে চলেছে। শৈত্যপ্রবাহ বয়ে যাবে রাজ্যের উপর দিয়ে।

উত্তরবঙ্গের পাহাড়ি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি কম থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে ও চটকপুরের মতো উচ্চ পার্বত্য এলাকায় সকাল ও বেলার দিকের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।

কুয়াশার দাপটও উত্তরবঙ্গে বাড়বে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী দু-তিন দিনে কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা আরও দু'ই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শহরবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, বিশেষ করে ভোর ও রাতে হঠাৎ ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচে থাকবে। আপাতত বৃষ্টি হবে না। আবহাওয়া থাকবে শুষ্ক।


Share