Weather Update

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া, সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৯৭ শতাংশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১০:৫৪

বেশ কয়েকদিন ধরেই খেল দেখাচ্ছিল শীত। তবে এখন দক্ষিণবঙ্গে সামান্য তা সামান্য ভাটা পড়েছে। তবে উত্তরবঙ্গে এখন শীতের দাপট অব্যাহত। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সামান্য ধাক্কা খাচ্ছে উত্তুরের হাওয়া। 

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়বে। চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

তবে শীত কমলেও কুয়াশার দাপট থাকবে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় রাতে এবং ভোরের দিকে কুয়াশা থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামিকালের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা বেশি ৷ দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। আজ ও আগামিকাল একই পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে আগামী তিনদিন একই রকম তাপমাত্রা থাকবে ৷ তারপর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৯৭ শতাংশ।


Share