Weather Update

রেকর্ড হারে কলকাতার পারদ পতন! ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, ঘন কুয়াশার আস্তরণ গোটা রাজ্য জুড়ে

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এক ধাক্কায় তা হয়েছে ১১ ডিগ্রি। অর্থাৎ, এক দিনে পতন প্রায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও তা ২.৮ ডিগ্রি কম।

বুধবার এক ধাক্কায় তা হয়েছে ১১ ডিগ্রি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:২০

এক ধাক্কায় রেকর্ড পতন পারদের। বুধবার সকালে ১১ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। এটি এখন মরশুমের শীতলতম দিন। হাড় কাঁপানো ঠান্ডার জেরে বহু শীত প্রেমীদেরই এখন দাঁতকপাটি লেগে যাওয়ার জোর। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলি। 

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বুধবারই শীতলতম দিন। তবে এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানা যাচ্ছে। ভোর ও রাতের দিকে কলকাতা- সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ঘন কুয়াশার আস্তরণ থাকবে। বেলা বাড়তেই সেগুলো সরে যাবে। আগামী পাঁচ দিন শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। 

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী তিন দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনে ও রাতের তাপমাত্রার তারতম্য থাকবে না। তবে আগামী দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এক ধাক্কায় তা হয়েছে ১১ ডিগ্রি। অর্থাৎ, এক দিনে পতন প্রায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও তা ২.৮ ডিগ্রি কম। এ ছাড়া মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রাও ১৯.৬ ডিগ্রির উপরে ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ৫.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে বেলা পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে।


Share