Weather Update

জাঁকিয়ে শীত না পড়লেও কনকনে হাওয়ার জেরে জেরবার রাজ্যবাসী, ভোরের দিকে ঘন কুয়াশার সম্মুখীন হচ্ছে অনেকেই

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। ভোরের দিকে জমাট কুয়াশার সম্মুখীন হতে হবে। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা উধাও হবে।

ভোরের দিকে ঘন কুয়াশার সম্মুখীন হচ্ছে অনেকেই
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪০

বাঙালির বহু প্রতিক্ষিত জাঁকিয়ে ঠান্ডা। সবশেষে টানা দু'দিন ১৭ ডিগ্রির পর, অবশেষে পারদ ১৬ ডিগ্রির ঘরে। তবে কনকনে হাওয়ার জেরে হার কাঁপিয়ে দিচ্ছে রাজ্যবাসীর। ভোরের দিকে ঘন কুয়াশার সম্মুখীন হচ্ছে অনেকেই।

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। ভোরের দিকে জমাট কুয়াশার সম্মুখীন হতে হবে। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা উধাও হবে। তাপমাত্রা না বাড়লেও কনকনে ঠান্ডা হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গে, বড়দিনের ছুটি জন্য জন্য বেশ মনোরম আবহাওয়া থাকবে। পাহাড়ে পারদ ঘোরাফেরা করছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বড়দিনের আগে পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। জমাটি ঠান্ডার আমেজ উপভোগ করতে শীতপ্রেমীদের অপেক্ষা করতে হবে নতুন বছরের জানুয়ারির পর্যন্ত।

রাজ্যে জাঁকিয়ে শীতের অপেক্ষা চললেও উত্তর ভারতের একাংশ ঢেকেছে কুয়াশার চাদরে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে নেপাল পর্যন্ত এবং আরব সাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তর ভারত থেকে আসা ঠান্ডা হাওয়া এ রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে।


Share