Football

জল্পনা হল সত্যি, রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ

গতকাল সোমবার মিলানে গিয়ে মেডিকেল পরীক্ষা করান। তার পরেই আনুষ্ঠানিকভাবে এসি মিলানে সাক্ষর করেন লুকা মদ্রিচ।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১৫ জুলাই ২০২৫ ০২:৫৩

১৩ বছরের সম্পর্ক শেষ। স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির এসি মিলানে যোগদান করলেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। লুকা আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। গত ১৩ বছরে রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ খেলেছেন। গতকাল সেই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইতালির ক্লাব এসি মিলান।

২০০৮ সালে মদ্রিচ ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার-এ যোগ দেন। সেখানে তিনি ১৫৯টি ম্যাচ খেলেছেন। সেই ক্লাবের হয়ে গোল করেছেন ১৭টি।  এর পরে ২০১২ সালে তিনি রিয়াল মাদ্রিদে চলে যান।

লুকা রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলার পরে কোন ক্লাবে যাবেন তা নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইতালির এসি মিলানে যোগ দিলেন তিনি। সোমবার এসি মিলান বিবৃতিতে জানিয়েছে, লুকা মদ্রিচ এসি মিলানের সঙ্গে আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। একসঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত একবছর মেয়াদবৃদ্ধির দরজা খোলা রেখেছেন। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ এসি মিলানের হয়ে ১৪ নম্বর জার্সি পড়ে মাঠে নামতে চলেছেন বলে জানা গিয়েছে।

লুকা মদ্রিচের সবচেয়ে সফলতম ক‍্যারিয়ার রিয়াল মাদ্রিদেই। ১৩ বছরে রিয়ালের হয়ে ৫৯০টি ম্যাচ খেলেছেন। স্প্যানিশ এই ক্লাবের হয়ে ২৮টি ট্রফি জয়ের সাক্ষী মদ্রিচ। তার মধ্যে রয়েছে ছ’বার চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচ বার ফিফা ক্লাব বিশ্বকাপ, পাঁচ বার উয়েফা সুপার কাপ, চার বার লা লিগা, দু’বার স্প্যানিশ কাপ, পাঁচ বার স্প্যানিশ সুপার কাপ এবং এক বার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। রিয়ালের ১২৩ বছরের ইতিহাসে ট্রফি জয়ের ক্ষেত্রে তিনিই শীর্ষে রয়েছেন। স্পেনের ক্লাবটির হয়ে ৪৩টি গোল রয়েছে তাঁর। বিদেশি ফুটলারদের মধ্যে রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড মদ্রিচের। ২০১৮ সালে উয়েফা এবং ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ৩৯ বছরের এই মিডফিল্ডার।

সোমবার মিলানে এসে লুকা মেডিক্যাল টেস্ট সম্পন্ন করেন। এর পরেই তিনি চুক্তি স্বাক্ষর করেন। গত মরশুমে এসি মিলান ইতালির স্থানীয় লিগ ‘সিরি-আ’য় হতাশাজনক ফলাফল করেছে। লিগের তালিকায় তাঁরা অষ্টম স্থানে শেষ করেছে। এ বার ৩৯ বছর বয়সী ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডারকে যোগদান করিয়ে আসছে মরশুমে চমক দিতে চলেছে এসি মিলান তা বলাই যায়।


Share