Brazilian Derby

ব্রাজ়িলিয়ান ডার্বির উত্তাপ ছড়াচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোয়, চেলসি কি পারবে বেনফিকার চ্যালেঞ্জ সামলাতে?

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্ব শেষ। গত ১৩ দিনে খেলা হয়েছে ৪৮টি ম্যাচ। ইউরোপের নামী ক্লাব আতলেতিকো মাদ্রিদ যেখানে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে, সেখানে ব্রাজ়িলের চারটি ক্লাব দেখিয়েছে দারুণ দাপট। এখন অপেক্ষা শেষ ষোলোর।

ব্রাজ়িলিয়ান ডার্বি-তে মুখোমুখি বেনফিকা ও চেলসি
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৮ জুন ২০২৫ ১২:২০

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গিয়েছে। মাত্র ১৩ দিনে সম্পন্ন হয়েছে ৪৮টি ম্যাচ। যেখানে ইউরোপের অন্যতম বড় ক্লাব আতলেতিকো মাদ্রিদ বিদায় নিয়েছে, সেখানে দুর্দান্ত ছন্দে খেলেছে ব্রাজ়িলের চারটি ক্লাব।

এখন নজর শেষ ষোলোয়। শনিবার থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা। প্রথম ম্যাচেই মাঠে নামছে পামেইরাস এবং বোতাফোগো, যা ব্রাজ়িলিয়ান ডার্বির উত্তাপ তৈরি করেছে। অন্য দিকে, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেলসি ও বেনফিকা।

চলতি মরশুমে ক্লাব বিশ্বকাপে দারুণ নজর কাড়ছে ব্রাজ়িলের ক্লাবগুলো। ফলে পামেইরাস-বোতাফোগোর লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। অন্য দিকে, চেলসি ও বেনফিকা ১২ বছর পর আবার একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই শেষ সাক্ষাতে জয়ী হয়েছিল চেলসি। এবার কি বদলাবে ফলাফল?

২০১৩ সালে ইউরোপা লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল চেলসি ও বেনফিকা। সেই ম্যাচে বেনফিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল চেলসি। তবে এই ম্যাচের বিশেষ আকর্ষণ থাকছেন এনজ়ো ফার্নান্দেজ়। ২০২২ সালে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন আর্জেন্তাইন এই মিডফিল্ডার। তাই প্রাক্তন দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবল অনুরাগীরা।


Share