Indian Cricket - Two Fast Bowlers Injured

পরপর দুই পেসারের চোটে ব্যাকফুটে ভারত, বোলিং পরিকল্পনায় বড় রদবদল

অর্শদীপের পর এবার আকাশদীপের চোটে বিপাকে পড়েছে ভারতীয় বোলিং বিভাগ, কৌশল বদলে নতুন সমাধান খুঁজছে গম্ভীর ও তাঁর দল।

অর্শদীপ - আকাশদীপ
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
প্রতীকী চিত্র
  • শেষ আপডেট:২০ জুলাই ২০২৫ ০৭:০৪

ঋষভ পন্থ ও অর্শদীপ সিংহের পর এবার চোটের তালিকায় নাম লিখিয়েছেন আকাশদীপ। পিঠের পুরনো ব্যথা ফিরে আসায় ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলা নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। লর্ডস টেস্টের শেষ স্পেলে বল করার সময় অসুবিধায় পড়েন তিনি, মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন দলের ফিজিওর সঙ্গে।

এই চোট নতুন নয় — অস্ট্রেলিয়া সফরের সময়ও একই সমস্যায় পড়েছিলেন আকাশদীপ, যার কারণে তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। এবারও অনুশীলনে বল না করায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এই অবস্থায় গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট বোলিং আক্রমণে রদবদল করতে বাধ্য হচ্ছে।

অর্শদীপও চোটে থাকায়, বিকল্প খোঁজে ডাকা হয়েছে হরিয়ানার অংশুল কম্বোজকে। একই সঙ্গে বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুমরাহ ও আকাশদীপকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী, বুমরাহ ম্যাঞ্চেস্টার টেস্ট খেললে আকাশদীপকে রাখা হবে ওভালের জন্য, যদি চোট সামলে উঠতে পারেন।

ভারত বর্তমানে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে, আর ম্যাঞ্চেস্টার টেস্টই তাদের টিকে থাকার শেষ ভরসা। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই একের পর এক পেসারের ছিটকে যাওয়া চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টে।

যদি আকাশদীপ না খেলতে পারেন এবং অর্শদীপও সুস্থ না হন, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণকে আবার দলে ফেরানো হতে পারে, যিনি প্রথম দুই টেস্টে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন।

সব মিলিয়ে চোট-জর্জর ভারতীয় শিবিরে বোলিং আক্রমণে বাধ্যতামূলক পরিবর্তনের চাপে দিশেহারা গম্ভীরেরা।


Share