Leonel Messi

চলতি বছরে রাজ‍্যে আসছেন লিওনেল মেসি, দিল্লি এবং মুম্বইয়ে রয়েছে তাঁর কর্মসূচি

আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ইতিমধ্যেই তাঁর কর্মসূচি প্রকাশ্যে এসেছে।

ভারতে আসছেন লিওনেল মেসি।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০১ আগস্ট ২০২৫ ০৯:২৭

রাজ‍্যের ফুটবলপ্রেমীদের জন্য উপহার। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে আসতে পারেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে লিও মুম্বইয়ে আসবেন। তার পরে কলকাতায় আসবেন। তার পরে দিল্লিতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়াও এই তিন রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে মেসির গোটা ক্রীড়াজীবনের অসাধারণ সাফল্য উদ্‌যাপন করা হবে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি চলতি বছরের ১৩ তারিখে ভারতে আসবেন। পরের দিন ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। একটি বেসরকারি সংস্থার তরফে এই আয়োজন করা হয়েছে। এই বিষয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে, “মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। আয়োজক সংস্থা উইজক্র্যাফ্ট অনুমতির চেয়ে আবেদন করেছিল। যেটি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরে অনুমোদিত হয়েছে।” এই অনুষ্ঠানে কয়েকজন কিংবদন্তি ক্রিকেটাররাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর পরের দু’দিন মেসি কলকাতা এবং দিল্লিতে যাবেন। তাঁকে ১৫ ডিসেম্বর ইডেন গার্ডেন্সে সংবর্ধনা জানানো হবে। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তাঁর এই সফরে একটি শিশুদের ফুটবল কর্মশালা, একটি হেলথ ক্লিনিক উদ্বোধন করবেন। পাশাপাশি মেসির নামাঙ্কিত একটি সাত জনের ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করা হবে বলে জানা গিয়েছে।

আর্জেন্টিনার এই তারকা ফুটবলার লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। লিওনেল মেসির ঝুলিতে ৮টি ব্যালন ডি’অর, ৬টি ইউরোপিয়ান গোল্ডেন বুট, ৪৫টি দলীয় শিরোপা, ৮৭০টির বেশি গোল এবং দেশের হয়ে বিশ্বকাপ। এ ছাড়াও স্প্যানিশ বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল যার মধ্যে স্থানীয় লিগ লা লিগায় ৪৭৪টি গোলের রেকর্ড রয়েছে।

লিওনেল মেসি এর আগেও ২০১১ সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় এসেছিলেন। সেবার তিনি সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। ভারতের মাটিতে মেসির এই সফর নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছে দেশের ক্রীড়া মহল। পাশাপাশি রাজ্যের ফুটবলপ্রেমীরাও তাঁদের প্রিয় তারকাকে দেখার সুযোগ পাবেন।


Share