Afganistan Earthquake

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, মৃত ৮০০, জখম ২৮০০ জন

রবিবার মধ্যরাতে আফগানিস্তান শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এর জেরে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। দিল্লি এবং জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।

আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট:০১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৫

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প। প্রকৃতির রোষে প্রাণ হারিয়েছেন ৮০০ জনের বেশি। ২৮০০ জনের বেশি মানুষ জখম হয়েছেন। সংবাদ সংস্থা জানিয়েছে, আফগানিস্তানে উত্তর-পূর্বের কুনার প্রদেশে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন। এখনও উদ্ধার কাজ চলছে।

আফগানিস্তানে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জালালাবাদের কাছে একটি গ্রামে ৩০ জনের মৃত্যু হয়েছে। ন’জনের মৃত্যু হয়েছে নানগরহরের একটি গ্রামে। সেখানে প্রায় ২৫ জন মানুষ জখম হয়েছে। আশেপাশে এলাকায় মৃত্যুর সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, “দেখে যা মনে হচ্ছে, হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে। দুর্গম এলাকাগুলিতে উদ্ধারকারী দল পৌঁছোতে বেগ পেতে হচ্ছে। সঠিক সংখ‍্যা এখনও জানা যায়নি। উদ্ধারকাজ জারি রয়েছে।”

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ জড়কদমে চলছে। সে দেশের প্রাদেশিক তথ্য প্রধান বলেন, “শয়ে শয়ে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।” সংবাদ সংস্থার দাবি, শক্তিশালী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও ১৫০০ ছাড়িয়েছে।

রবিবার মধ‍্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী পৌনে ১টা) শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ন‍্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ‍্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। শক্তিশালী ভূমিকম্পের পরে বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) হওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। পরবর্তীতে যে কম্পনগুলি অনুভূত হয়েছে তার মাত্রাও ৫ এর বেশি। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশেপাশের এলাকাগুলিতে হালকা কম্পন অনুভূত হয়েছে।

হিন্দুকুশ পর্বতমালার বিস্তীর্ণ অঞ্চল ভারতীয় এবং ইউরেশিয় প্লেটের মাঝে অবস্থান করছে। ফলে ওই এলাকা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তারও মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। সেই সময় তালিবান সরকার জানায়, মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। কিছু রাষ্ট্রপুঞ্জ জানায়, মৃতের সংখ্যা দেড় হাজারের একটু বেশি।

এই অবস্থায় আফগানিস্তানকে সম্পূর্ণ সাহায্য করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেন, “আহতেরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমরা মানবতার স্বার্থে সমস্ত রকমের সাহায্য করতে প্রস্তুত।”


Share