Clashes In Sheikh Hasina's Hometown In Bangladesh

বাংলাদেশের গোপালগঞ্জে স্থানীয়দের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ন’জনের মৃত্যু, জখম শতাধিক

বঙ্গবন্ধু মুজিবর রহমানের কবর ভাঙার উদ্দেশ্যে গোপালগঞ্জে জমায়েত করেছিল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু স্থানীয় জনতা বহিরাগতদের নিয়ে ওই কর্মসূচির বিরোধিতা করে।

বাংলাদেশের গোপালগঞ্জে যুবকের গলায় পা সেনার।
নিজস্ব সংবাদদাতা: ঢাকা
ঢাকা
  • শেষ আপডেট:১৬ জুলাই ২০২৫ ১২:৪৮

গুলি করে এক হিন্দু যুবককে মেরে ফেলা হল বাংলাদেশে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। মৃত যুবকের নাম দীপ্ত সাহা। তাঁর কাকা জানিয়েছেন, মধ‍্যাহ্নভোজের পর তিনি দোকানে যাচ্ছিলেন।

আমেরিকায় যেমন জর্জ ফ্লয়েডের গলা চেপে এক পুলিশ অফিসার যেমনভাবে বসেছিল, সেরকম ভাবেই আজ গোপালগঞ্জে এক যুবকের গলায় বাংলাদেশের সেনাবাহিনী বুট তুলে দিয়েছে।

বঙ্গবন্ধু মুজিবর রহমানের কবর ভাঙার উদ্দেশ্যে গোপালগঞ্জে জমায়েত করেছিল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু স্থানীয় জনতা বহিরাগতদের নিয়ে ওই কর্মসূচির বিরোধিতা করে।

সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টিকে মদত দিতে হাজির হয় পুলিশ ও সেনাবাহিনী। জনতা ও সেনাবাহিনীর লড়াই হয়। তার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

ঘটনায় কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। সেনাবাহিনীর গুলিতে ৫০ জন আহত হয়েছেন। তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগ উঠেছে, গুলি করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সাধারণ মানুষদের মেরে ফেলেছে। তবে সেনা ও পুলিশের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

মহম্মদ ইউনুসদের দাবি, সেনা এবং পুলিশের কর্মকাণ্ড রীতিমতো প্রশংসনীয়। ইতিমধ্যে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।


Share