Bangladesh Airlines

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ বিমানের কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অভিযুক্ত জালালউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দফতর।

অভিযুক্ত জালালউদ্দিন।
নিজস্ব সংবাদদাতা: ঢাকা
ঢাকা
  • শেষ আপডেট:২১ জুলাই ২০২৫ ০৫:৪৯

সৌদি আরবের রিয়াধ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, যাত্রী হয়রানি ও চুরির অভিযোগ উঠেছে।

অভিযুক্তের নাম জালালউদ্দিন। তিনি বাংলাদেশ বিমানের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট।

অভিযুক্ত জালালউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দফতর।

অভিযোগ নিয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যাত্রীদের অভিযোগ, জালালউদ্দিনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতিচক্র সক্রিয় রয়েছে। বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। 


Share