Jafar Express Is Again Under Attack

জোরালো বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেসের একাধিক কামরা, জখম অন্তত সাতজন, দায় স্বীকার করল বালোচ রিপাবলিকান গার্ডেস্

ফের জাফর এক্সপ্রেসের ওপর হামলা। ঘটনার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পাক সেনারা। সাতজন যাত্রী জখম হয়েছে।

ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট:০৭ অক্টোবর ২০২৫ ০৯:২৫

ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসের ওপর হামলা। ঘটনার দায় স্বীকার করেছে বালচ বিদ্রোহীরা। বিস্ফোরণেরর জেরে ট্রেনে চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম অনুসারে, ঘটনায় সাতজন জখম হয়েছে।

পাকিস্তানের বালোচিস্তানের কোয়েটা এবং খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের মধ‍্যে যাতায়াত করে জাফর এক্সপ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে পেশোয়ার দিকে যাচ্ছিল। সিন্ধ প্রদেশের শিকারপুর জেলায় সুলতানকোটের কাছে আসতেই রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণেই পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাকিস্তানের সংবাদমাধ্যম 'ডন' অনুসারে অন্তত সাত জন জখম হয়েছে।

সাম্প্রতিক সময়ে এই নিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে এই জাফর এক্সপ্রেস। বেশিরভাগ ক্ষেত্রেই বেনেট বিদ্রোহীদের নাম উঠে এসেছে। 'বালোচ রিপাবলিক গার্ডস্' নামে এক গোষ্ঠী সমাজমাধ্যমে ভিডিয়ো প্রকাশ করে এই ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ট্রেনে পাক সেনারা সফর করছিল। তাই এই হামলা চালিয়েছে তারা।

স্থানীয় পুলিশ ও পাক আধাবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

চলতি বছরের মার্চ মাসে গোটা জাফর এক্সপ্রেস অপহরণ করে সশস্ত্র বালোচ বিদ্রোহীরা। যাত্রীদের পণবন্দি করে। বন্দিদের মুক্ত করতে পাকিস্তানকে সেনা নামাতে হয়েছিল। ওই ঘটনায় পাকিস্তানের সেনা জওয়ান-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেনার পাল্টা অভিযানে মৃত্যু হয় ৩৩ জন বালোচ বিদ্রোহীর। শেষে ৩৫৪ জন বন্দি-সহ ট্রেনটিকে উদ্ধার করে পাক সেনা। তার পরেও বিভিন্ন সময়ে হামলার মুখে পড়েছে জাফর এক্সপ্রেস।


Share