Recovery of voter card

সাতসকালে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার ভোটারকার্ড, নদিয়ার নয় উত্তর ২৪ পরগনার ভোটার সূত্রের খবর

যদিও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পাশেই উত্তর ২৪ পরগণা। ওখানকার বসিরহাট ও সন্দেশখালি অঞ্চল থেকে তৃণমূল নেতারা এই ভোটার কার্ড গুলি এখানে ফেলে দিয়ে গেছে। যদিও তৃণমূলের দাবি, শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি পরিকল্পনা করে এই কাজ করেছে।

উদ্ধার হওয়া ভোটার কার্ড।
নিজস্ব সংবাদদাতা, ফুলিয়া
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৯

এসআইআর আবহে ফের উদ্ধার হাজার হাজার ভোটার কার্ড। নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে নোংরা আবর্জনার বস্তা থেকে এই ভোটার কার্ড গুলি পাওয়া যায়। এ দিন এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। বিজেপির অভিযোগ, বসিরহাট ও সন্দেশখালি অঞ্চল থেকে এই ভোটার কার্ড এখানে ফেলে গেছে। সবটাই বিজেপির করেছে পাল্টা দাবি করেছে তৃণমূল। 

বুধবার, নদিয়ার ফুলিয়া উদয়পুর ১২ নম্বর জাতীয় সড়কের পাশে উদ্ধার হয় বস্তা বন্দি ভোটার কার্ড। সূত্রের খবর, এই নির্বাচন পরিচয় পত্র গুলো নদিয়া জেলার নয় উওর ২৪ পরগনার। পথচলতি মানুষ আবর্জনার স্তুপ থেকে এই ভোটার কার্ড গুলি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, এই ভোটার কার্ড গুলি স্থানীয় কোন মানুষের নয়। তাঁরা বলেন, "এখানে যাদের ভোটার কার্ড রয়েছে তাঁদের এই এলাকায় কোনদিন দেখা যায়নি।" ঘটনায় শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনায় তদন্ত করছে। 

যদিও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পাশেই উত্তর ২৪ পরগণা। ওখানকার বসিরহাট ও সন্দেশখালি অঞ্চল থেকে তৃণমূল নেতারা এই ভোটার কার্ড গুলি এখানে ফেলে দিয়ে গেছে। যদিও তৃণমূলের দাবি, শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি পরিকল্পনা করে এই কাজ করেছে। সম্ভাব্য আগামীকাল নদিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার আগে এই ঘটনায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।


Share    

SIR