special intensive revision

এসআইআর অবহে যত্রতত্র ছড়িয়ে রয়েছে ভোটার কার্ড, তৃণমূলে যোগসূত্র রয়েছে বলে দাবি বিজেপির

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের।

উদ্ধার হওয়া ভোটার কার্ড
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:৪১

এসআইআর আবহে এ বার ইতিঅতি ছড়িয়ে রয়েছে ভোটার কার্ড। ঘটনাটি ঘটেছে, নবদ্বীপ শহরের প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায়। বিজেপির অভিযোগ, এই সব ভোটার কার্ড ব্যবহার এতদিন তৃণমূল করে আসছিল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

 নবদ্বীপ শহরের প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তোর। স্থানীয় সূত্রের খবর, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে, তার মধ্যে অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে। 

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের। বিজেপির মতে, “তৃণমূল ভয় পেয়ে এভাবে ভোট কারচুপির পথ বেছে নিয়েছে। এই ঘটনার জবাব দিতে হবে তৃণমূলকে।"

যদিও পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনায় তৃণমূলের যোগসূত্রের কথা অস্বীকার করেছে। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বরং এটি বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে। ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয়, তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই।”


Share    

SIR