Trinamool worker joins BJP

বিধানসভা ভোটের আগে তৃণমূলের বড়সড় ভাঙন, নদিয়ার ৩০টি পরিবার গেরুয়া শিবিরে যোগ দিলেন

তৃণমূল থেকে আসা কর্মীদের দাবি, বর্তমান রাজ্য সরকারের যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেখানে তারা দলে থেকে কাজ করতে পারছেন না। বিজেপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা গেরুয়া শিবিরে যোগ দেন।

৩০টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন।
নিজস্ব সংবাদদাতা, তাহেরপুর
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০১:০৪

আগামীকাল মতুয়াগড় রানাঘাট তাহেরপুরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আসার আগেই এ বার তৃণমূলে বড়সড় ভাঙ্গন। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাসের হাত ধরে প্রায় ৩০টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন।

তৃণমূল থেকে আসা কর্মীদের দাবি, বর্তমান রাজ্য সরকারের যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেখানে তারা দলে থেকে কাজ করতে পারছেন না। বিজেপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা গেরুয়া শিবিরে যোগ দেন।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই শাসক দলের এই বড়সড়ো ভাঙ্গনে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, "মতুয়া হিন্দুদের কথা শুধুমাত্র নরেন্দ্র মোদীই ভেবেছেন। সিএএ আইন পাশের মাধ্যমে তারা মতুয়াদের নাগরিকত্ব দেবেন। ফলে এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এ সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিতে যোগ দিলেন।


Share    

BJP