Woman's body found in a pool of blood

চাকদহে গলা কাটা অবস্থায় তরুনীর দেহ উদ্ধার, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এরপর কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়।

চকদাহ স্টেট জেনারেল হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, চকদাহ
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:১৪

রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। চাকদহ থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে উদ্ধার হয় মৃতদেহটি। বয়স আনুমানিক ৩০ শের কোটায়। স্থানীয়দের দাবি, ওই অজ্ঞাত পরিচয় মহিলা এই অঞ্চলের নয়।

বুধবার চাকদাহ থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে গলা কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহটিকে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে চাকদা থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই মহিলাকে আগে কখনও দেখা যায়নি।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। চকদাহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এরপর কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়।

মহিলার পরিচয় জানতে এবং তার মৃতদেহ এখানে কি ভাবে এল? কি কারনে তাকে খুন করা হচ্ছে? সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ। তবে ওই মহিলাকে অন্য জায়গায় খুন করে এই এলাকায় ফেলে গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কারণ এলাকার মানুষজন এবং আশেপাশের মানুষজন ওই মহিলাকে চিহ্নিত করতে পারেনি। 


Share