The mystery of youth is death

যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

পরিবার সূত্রের খবর, গতকাল রাতে মদ্যপ অবস্থায় শেখ আসাদুল মন্ডলকে পুলিশ বলাগড় থানায় তুলে নিয়ে আসে। যুবক তার জামাই বাবু সেখ রাজকে মেসেজ করে সে কথা জানায়।

মৃত যুবক সেখ আসাদুল মন্ডল
নিজস্ব সংবাদদাতা, বলাগড়
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৩

যুবকের রহস্য মৃত্যু ঘিরে তুলকালাম।  বলাগড় থানায় ভাঙচুর করে উত্তেজিত জনতা। মৃতের নাম সেখ আসাদুল মন্ডল(২৬)। তিনি বলাগড় ক্ষত্রিয় নগর এলাকার বাসিন্দা। গতকাল রাতে পুলিশ ওই যুবককে তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে রেল লাইনের ধারা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

পরিবার সূত্রের খবর, গতকাল রাতে মদ্যপ অবস্থায় শেখ আসাদুল মন্ডলকে পুলিশ বলাগড় থানায় তুলে নিয়ে আসে। যুবক তার জামাই বাবু সেখ রাজকে মেসেজ করে সে কথা জানায়। সেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে আসাদুলকেও ফোন করেন। কিন্তু ফোনে আর যোগাযোগ করতে পারেননি।

বৃহস্পতিবার সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়। সিসি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার তছনছ করে দেওয়া হয়েছে। হুগলি গ্রামীন পুলিশ আধিকারীকরা থানায় উপস্থিত হয়। উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে।


Share