Special Intensive Revision

জীবিত হয়েও মৃতদের তালিকায় সোমনাথ লাহিড়ী, ঘটনায় শোরগোল চাকদহ পুরসভায়

পরিবার সূত্রের খবর, সোমনাথ লাহিড়ীর নাম ২০০২ সাল থেকে টানা ভোটার লিস্টে ছিল। ২০২৫ সালেও তার নাম ছিল বলে জানান তিনি। এমনকি সম্প্রতি পরিবারের তিন সদস্যের বাড়িতে বিএলও এসে এনুমারেশন ফর্ম দেন। যা সঠিকভাবে পূরণ করে জমাও দেওয়া হয়।

সোমনাথ লাহিড়ী
নিজস্ব সংবাদদাতা, চাকদহ
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:৩৭

ফের ভোটার খসড়া তালিকা নিয়ে বিভ্রাট। জীবিত হয়েও মৃতদের তালিকায় নাম উঠে গেল এক ভোটারের। ঘটনাটি ঘটেছে চাকদহ পুরসভায় ২ নম্বর ওয়ার্ডে। ভোটারের নাম সোমনাথ লাহিড়ীর। “আমি বেঁচে থেকেও মৃত!” বলছেন সোমনাথ।

পরিবার সূত্রের খবর, সোমনাথ লাহিড়ীর নাম ২০০২ সাল থেকে টানা ভোটার তালিকায় ছিল। ২০২৫ সালেও তার নাম ছিল বলে জানান তিনি। এমনকি সম্প্রতি পরিবারের তিন সদস্যের বাড়িতে বিএলও এসে এনুমারেশন ফর্ম দেন। যা সঠিকভাবে পূরণ করে জমাও দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা পর দেখা যায়, তালিকায় স্ত্রী ও মেয়ের নাম থাকলেও সোমনাথ লাহিড়ীর নাম উধাও। মৃতের তালিকায় রয়েছে নাম।

ঘটনায় রীতিমতো হতবাক সোমনাথ লাহিড়ী। তিনি জানান, ‘’আমি জীবিত, অথচ সরকারি নথিতে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এখন তো মনে হচ্ছে আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি।” ঘটনার কথা তিনি স্থানীয় কাউন্সিলর ও বিডিও অফিসে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেন সোমনাথবাবু।

উল্লেখ্য, কিছুদিন আগেই জীবিত হয়েও মৃতদের তালিকায় নাম উঠেছিল হুগলির চন্ডীতলার তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র। তার পরেই হুগলির আরেক বাসিন্দা অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার ফলে তা বিএলও-কে জানানো হয়। কিন্তু তালিকার বেড়ানোর পর দেখা গেল তার নামও মৃতদের তালিকায়।


Share