Drowning Death

নদীতে পড়ে যাওয়া টাকা তুলতে গিয়ে বিপত্তি, ভারসাম্য হারিয়ে ভাগীরথীতে পড়ে গিয়ে তলিয়ে গেল যাত্রী

ভাগীরথীর স্রোতে তলিয়ে নিখোঁজ এক যাত্রী। মঙ্গলবার কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে নৌকা থেকে টাকা জলে পড়ে গেলে তা তুলতে গিয়ে নদীতে পড়ে যান বছর ৬০-এর করিম শেখ। এখনও তাঁর কোনও হদিশ মেলেনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৫:০৯

ভাগীরথীর বুকে দুর্ঘটনা। জলে পড়ে যাওয়া টাকা তুলতে গিয়ে পড়ে গেলেন ভাগীরথী নদীতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে। তাঁর খোঁজ মেলেনি। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ বৃদ্ধের নাম করিম শেখ। ৬০ বছর বয়স তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার বাগানপাড়ার বাসিন্দা করিম শেখ। প্রতিদিনের মতই তিনি কাজ সেরে বল্লভপাড়া থেকে নৌকা চেপে ফিরছিলেন। ফেরিঘাটের কাছে নৌকা ভেড়ানোর সময়ে তাঁর হাতে থাকা টাকা হঠাৎ নদীতে পড়ে যায়। সেই টাকা তুলতে গিয়ে আচমকাই পা পিছলে ভারসাম্য হারিয়ে ভাগীরথীর জলে তলিয়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই জলের স্রোতে তলিয়ে যান বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তাঁকে কিছু দূর ভেসে যেতে দেখা গেলেও পরে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। তাঁর কোনও খোঁজ মেলেনি। খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

নিখোঁজ করিম শেখের পরিবার জানিয়েছে, বল্লভপুরে যাওয়ার জন্য তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ওই নৌকায় কোনও লাইফ সেভিং জ্যাকেট ছিল না। যাত্রীদের বিরুদ্ধেও আঙুল তোলেন তাঁরা। অভিযোগ, যাত্রীদের কেউ সাহায্য করতে এগিয়ে যাননি। করিম শেখ যখন জলে তলিয়ে যাচ্ছিলেন, তখন নৌকার মাঝি বা নৌকায় থাকা কেউই তাঁকে লাইফ জ্যাকেট দেননি। পুলিশ ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালালেও এখনও হদিশ মেলেনি নিখোঁজ করিমের। উদ্ধারকারী দল নদীতে তাঁকে খোজার চেষ্টা তল্লাশি চালাচ্ছে।


Share