Newborn baby rescued

পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ির শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাত শিশু

স্থানীয় সূত্রে খবর, মধ্যপাড়ার পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল ভৌমিকের বাড়ির শৌচাগারের পেছনে এক সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পান বাড়ির এক মহিলা সদস্য। শিশুটিকে পাহারা দিচ্ছে বাড়ির একাধিক সারমেয়।

মাটিতে লেগে রয়েছে রক্ত।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৫:২৭

রক্তাক্ত অবস্থায় শৌচালয় থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু। সকালে স্বরুগঞ্জের মধ্যপাড়ার একটি বাড়ির শৌচাগারের পেছন থেকে সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয়। স্থানীয়দের আশঙ্কা, আশেপাশের কোন বাড়ির শিশুকে ফেলে দিয়ে গেছে কেউ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 

মঙ্গলবার সকালে নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, মধ্যপাড়ার পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল ভৌমিকের বাড়ির শৌচাগারের পেছনে এক সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পান বাড়ির এক মহিলা সদস্য। শিশুটিকে পাহারা দিচ্ছে বাড়ির একাধিক সারমেয়। পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে দেখতে আসলে দেখা যায় শিশুটির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 

এরপর স্থানীয়দের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানায় শিশুটির যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয় বাসিন্দারা। সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোন আশার আলো দেখা যায়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক জানান, "এদিন সকালে ওই সদ্যোজাত শিশুটিকে প্রথম দেখতে পান তার কাকিমা।" অন্যদিকে ওই বাড়ির অন্য এক মহিলা সদস্য জানান, যে বা যারাই সদ্যোজাত শিশুটিকে ফেলে গেছে তার যেন কঠিন শাস্তি হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসারত আছে আছে শিশুটি


Share