Newborn baby rescued from outside home

বাড়ির বারান্দা থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা, ঘটনায় চক্ষু চরক গাছ প্রতিবেশীদের

শুক্রবার রাতে শান্তিপুর থানার অন্তর্গত গাইনপাড়ায় এলাকায় একটি কন্যা শিশুকে কেউ ফেলে রেখে যায়।  ফুটফুটে একরত্তি সদ্যোজাত শিশুকন্যাটিকে শীতবস্ত্র মুড়িয়ে বাড়ীর বারান্দায় ফেলে রেখে যাওয়া হয়েছে। হঠাৎই ভেসে আসে কান্নার আওয়াজ ভেসে আসতে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

উদ্ধার হওয়া সদ্যজাত শিশু কন্যা
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৫:০৪

কনকনে ঠান্ডায় গৃহস্থের বারান্দায় পড়ে রয়েছে সদ্যজাত শিশু। ঘটনাটি ঘটেছে, শান্তিপুর থানার গাইনপাড়া এলাকায়। প্রতিবেশীদের নজরে পড়তেই চক্ষু চরক গাছ। হঠাৎ কোথা থেকে এলো এই সদ্যোজাত? প্রশ্ন গোটা এলাকা জুড়ে। 

শুক্রবার রাতে শান্তিপুর থানার অন্তর্গত গাইনপাড়ায় এলাকায় একটি কন্যা শিশুকে কেউ ফেলে রেখে যায়।  ফুটফুটে একরত্তি সদ্যোজাত শিশুকন্যাটিকে শীতবস্ত্র মুড়িয়ে বাড়ীর বারান্দায় ফেলে রেখে যাওয়া হয়েছে। হঠাৎই ভেসে আসে কান্নার আওয়াজ ভেসে আসতে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা দেখেন কম্বলে মোড়ানো কি যেন পড়ে রয়েছে। কম্বল খুলতেই ভেসে ওঠে ফুটফুটে শিশু কন্যার মুখ। 

শিশুকন্যাটিকে দেখতে হুড়োহুড়ি লেগে যায়। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে। শিশুটিকে বর্তমানে একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সদ্যজাত কন্যা শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। এই মর্মে শনিবার সকালে শান্তিপুর থানায় ভিড় জমিয়েছেন অনেকেই।

প্রশাসন সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত চলছে। কে বা কারা  এই শিশুটিকে ফেলে রেখে গেছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। থানার উচ্চপদস্থ অফিসারদের দাবি, খুব তাড়াতাড়ি এই ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। 


Share