Gauranga Bridge closed

৪৫ দিন বন্ধ থাকবে নদিয়ার গৌরাঙ্গ সেতু, যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, চড়ম ভোগান্তির আশঙ্কা

গত ১ নভেম্বর পূর্ত দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভাগীরথী নদীর ওপর কৃষ্ণনগর-নবদ্বীপ ধাম রোডের ১২ কিলোমিটার দৈর্ঘের এই সেতুটি আগামী ৩১ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে।

গৌরাঙ্গ সেতু
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ০৩:৫৪

দীর্ঘদিন ধরেই বেহাল দশা গৌরাঙ্গ সেতুর। এ বার সেই সেতুতে হবে মেরামতির কাজ। তাই সম্পূর্ণ বন্ধ থাকবে সেতুটি। মেরামতির জন্য আগামী ৩১ ডিসেম্বর থেকে এই সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ত দফতর। জরাজীর্ণ সেতুটিকে মেরামতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ত দফতর। 

গত ১ নভেম্বর পূর্ত দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভাগীরথী নদীর ওপর কৃষ্ণনগর-নবদ্বীপ ধাম রোডের ১২ কিলোমিটার দৈর্ঘের এই সেতুটি আগামী ৩১ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে। মেরামতির জন্যই কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি আধিকারিকেরা। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর থেকে আগামী ৪৫ দিন বন্ধ রাখা হতে পারে। 

নদিয়া নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর অবস্থা বছর কয়েক ধরেই জরাজীর্ণ। সেতু ওপরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এ ছাড়াও, সেতুর একদিকের সংযোগস্থলে হাইড্রোলিক্স স্প্রিং কিছুটা বসে যাওয়াতে যান চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


Share