Inner Clash

প্রতিমা তৈরীর কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব! ভাঙচুর একাধিক প্রতিমা, তদন্তে পুলিশ

এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে

ঠাকুর তৈরীর কারখানায় পরিকল্পিতভাবে ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১১:২৪

ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানা এলাকার সর্বনিন্দীপাড়ায়।অভিযোগ, রাতের অন্ধকারে দু’জন দুষ্কৃতী কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

কারখানার মালিক জয়ন্ত দাস জানান, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তাঁর ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা হয়। সেই ঘটনার জের ধরেই রাতে পরিকল্পিত ভাবে এই ভাঙচুর চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং কারখানার মালিক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত করা হবে।


Share