BJP Leader Arrested

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার কল্যাণীর মহিলা মোর্চার নেত্রী

কথা ছিল টাকা দেওয়ার এক সপ্তাহ পরেই চাকরি হবে। তারপর থেকে আট মাস কেটে গেলেও চাকরির কোন দেখা নেই। বারবার টাকা ফেরত চাওয়ার তাগাদা দেওয়া হলেও সেদিকে কোন হেলদোলই দেখায় না বিজেপি নেত্রী।

তনু কাস্তরিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮

কল্যাণী এইমসে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে প্রতারণা করা হয় বলে দাবি। অভিযোগের ভিত্তিতে হালিশহর মহিলা মোর্চার নেত্রীকে তনু কাস্তরিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, হালিশহরের মহিলা মোর্চার নেত্রী তনু কাস্তরিয়ার সঙ্গে পরিচয় হয় স্থানীয় আরেক বিজেপি কর্মী ইব্রাহিম মন্ডলের। তিনি কল্যাণীর সংখ্যালঘু মোর্চার সভাপতি। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ‍্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদাররের নাম করে গত আট মাস আগে তনু কল্যাণী এইমসে গ্রুপ-ডি বিভাগে চাকরির দেওয়ার প্রলোভন দেখায় ইব্রাহিম মন্ডল-সহ তার আরও চার বন্ধুকে। অভিযোগ, চার জনের কাছ থেকে তিন লক্ষ টাকারও বেশি নিয়েছেন ওই বিজেপি নেত্রী। 

কথা ছিল টাকা দেওয়ার এক সপ্তাহ পরেই চাকরি হবে। তারপর থেকে আট মাস কেটে গেলেও চাকরি পাননি। বার বার টাকা ফেরত চাওয়ার হলেও সেদিকে কোন হেলদোলই দেখায় না বিজেপি নেত্রী। শেষমেষ রবিবার ইব্রাহিম-সহ আরও চার বিজেপি কর্মী কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ প্রতারণার অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। নেত্রীকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। যদিও বিজেপি নেত্রী তনু কাস্তুরিয়া বলেন, “তাঁকে ফাঁসানো হয়েছে। দলেরই একাংশ টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। কিন্তু এখন তারা স্বীকার করছে না। আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে।”


Share    

BJP