Gold smuggler arrested

সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার তিন কোটি টাকার সোনা, বড় সাফল্য বিএসএফের

ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষা করার পর দেখা যায় সেখানে ২০টি সোনার বিস্কুট রয়েছে।

উদ্ধার হওয়া সোনার বিস্কুট
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৫:১৫

বড় সাফল্য বিএসএফের। ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার সোনা উদ্ধার। সঙ্গে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। দৃতের নাম নিজারুল রহমান। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে, নদিয়া জেলার দক্ষিণ বঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়নে।  প্রাথমিক তদন্ত অনুযায়ী উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন মোট ২ হাজার ৩৫৪ গ্রাম যার বর্তমান বাজারদর তিন কোটি টাকারও বেশি। 

বুধবার বিকেলে, বিএসএফ দক্ষিণ বঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিওপি টুঙ্গি এলাকায় সবার বিস্কুট পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সেই পাচারকারী। কচুরিপানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট পাচার করতে এসেছিল তাঁরা। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন ২ হাজার ৩৫৪ গ্রাম যার মূল্য তিন কোটি টাকার বেশি। 

বুধবার ভারতীয় সেনাজাওয়ান খবর পায় কিছু চোরাকারবারি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। বিকেল ৫ টার দিকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে ভারতের দিকে এগিয়ে আসতে দেখা যায়। তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় সেনা কর্মীরা। তাদেরকে অস্ত্র সমেত ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে নিজারুল হাতেনাতে ধরা পড়ে ও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। 

ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষা করার পর দেখা যায় সেখানে ২০টি সোনার বিস্কুট রয়েছে। ধৃত চোরাকারবারীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিওপি টুঙ্গিতে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, যে সে বাংলাদেশের বাসিন্দা। ধৃত চোরাকারবারীকে সোনা -সহ সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share