Bangladeshi Deported From Border

এসআইআর ঘোষণার আগে গেদে সীমান্তে ভিড়! ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়ে দিল ভারত

ভারতের অবৈধ ভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে বাংলাদেশি। শাসকদল তৃণমূলের দাবি, সীমান্তের দেগভাল করে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে রাজ‍্যের কোনও এক্তিয়ার নেই। বিজেপির পাল্টা দাবি, পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার লাগানোর জন‍্য জমি দিচ্ছে না। তাই অনুপ্রবেশ বাড়ছে।

গেদে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হল ৩১ জন বাংলাদেশিকে।
বিশ্ব বন্দ্যোপাধ্যায়, কল‍্যানী
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১২:১৪

আজ, সোমবার পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা হওয়ার সম্ভাবনা। তার আগে নদিয়ার গেদে সীমান্তে অন‍্য ছবি। জানা গিয়েছে, ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। অন‍্যদিকে মালদহে অবৈধ ভাবে কাঁটাতার টপকে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের গেদে সীমান্ত দিয়ে মহিলা, শিশু-সহ মোট ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৩১ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, দু’জন বৃহনল্লা এবং তিন জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনি, নোয়াখালী, শেরপুর, মৌলভিবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষিরা ও চুয়াডাঙ্গায়।

দু’দেশের মধ‍্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের বিজিবি’র মধ্যে যৌথ ফ্ল্যাগ মিটিং করেন কর্তারা। বিজিবির চুয়াডাঙ্গা ৬ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে সীমান্তরক্ষী বাহিনী ৩২ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ গেদের ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে, কাঁটাতার পেরিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ তাদের আটক করে। এর পরে বিজিবির আধিকারিকেরা বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করেন। বিএসএফ তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে দিয়েছে। হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মহম্মদ আবুল হাসান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিংহ।

বাংলাদেশে ফেরত যাওয়া ব‍্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে এসেছিলেন। ভারতে মুম্বই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাত বলে দাবি করেন তারা। সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে কারাগারে পাঠায়। সোমবার তাদেরকেই পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক দিকে যেমন সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের, অন‍্যদিকে সীমান্ত টপকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠছে মালদহে। সেখানে সীমান্তবর্তী ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থ্যানি মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বাংলাদেশি সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের নাম, মহম্মদ রাসেল মিয়া (৩৩) এবং মহম্মদ রিফাত (২১)। পুলিশ সূত্রের খবর, তাদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং রংপুর জেলায়। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল, তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

ভারতের অবৈধ ভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে বাংলাদেশি। শাসকদল তৃণমূলের দাবি, সীমান্তের দেগভাল করে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে রাজ‍্যের কোনও এক্তিয়ার নেই। বিজেপির পাল্টা দাবি, পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার লাগানোর জন‍্য জমি দিচ্ছে না। তাই অনুপ্রবেশ বাড়ছে।


Share