Fire Incident

কন্টেনার-ট্রেলারের সঙ্গে ধাক্কা, আগুনে ভস্মীভূত গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলো নয় জন

বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের চান্ডুল এলাকার কুড়মুনা ফ্লাইওভারে, ১৯ নম্বর জাতীয় সড়কে কন্টেনার-ট্রেলারের সঙ্গে ধাক্কা মারায় আগুন ধরে যায় একটি গাড়িতে। দুর্ঘটনার জেরে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

দাউ দাউ করে জ্বলছে আগুন
নিজস্ব সংবাদদাতা, চান্ডুল
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৪

নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার-ট্রেলারের সঙ্গে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন লেগে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণে বেঁচে যান গাড়ির সকল আরোহী। বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের চান্ডুল এলাকার কুড়মুনা ফ্লাইওভারে, ১৯ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দুর্গাপুর থেকে কলকাতার দিকে আসছিল একটি গাড়ি। গাড়িটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। কুড়মুনা ফ্লাইওভারের কলকাতামুখী লেন দিয়ে যাওয়ার সময় হঠাৎই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সামনে থাকা একটি কন্টেনার-ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে যাত্রীরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়েন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যান সবাই। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য কুড়মুনা ফ্লাইওভারের কলকাতামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share