Christmas

বড়দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড় হুগলির ব্যান্ডেল চার্চে, শুধু শহরেই নয় শীতের আমেজ শহরতলীতেতেও

২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারী এই দুই দিন বন্ধ থাকে চার্চের গেট। বিগত দিনে এক দুর্ঘটনার কারণে এ দিন প্রশাসনের নির্দেশে এ দিন চার্চ বন্ধ থাকে। চার্চের মূল ফটক বন্ধ রেখে নির্দিষ্ট সময় অন্তর বিশেষ প্রার্থনা হয়। অন্যান্য দিন সকাল ৮ টা থেকে বিকেল পৌনে ৫ টা পর্যন্ত চার্চ খোলা থাকে।

উপচে পড়া ভিড়।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৪:০৩

জাঁকিয়ে পড়েছে শীত। তার ওপর বড়দিন। সব মিলিয়ে জমজমাটি ২৫ ডিসেম্বর। বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। শুধু শহর কলকাতা নয়, শহরতলীর বিভিন্ন জায়গার একই রকম চিত্র ধরা পড়েছে। সেই মর্মে ভিড় জমেছে হুগলির ব্যান্ডেল চার্চে। 

বড়দিনের সকাল থেকেই ব্যান্ডেল চার্চে পর্যাটকদের উপচে পড়া ভিড় নজরে পড়েছে। হুগলি জেলা বটেই, আশপাশের বিভিন্ন জেলা থেকে পর্যটক বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চে ভিড় জমিয়েছেন। সকাল থেকেই চার্চের ভিতরে হয় বিশেষ প্রার্থনা হয়েছে। যদিও পর্যটকরা এ দিন চার্চের মূল ফটকের ভিতরে ঢুকতে পারেননি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারী এই দুই দিন বন্ধ থাকে চার্চের গেট। বিগত দিনে এক দুর্ঘটনার কারণে এ দিন প্রশাসনের নির্দেশে এ দিন চার্চ বন্ধ রাখা হয়। চার্চের মূল ফটক বন্ধ রেখে নির্দিষ্ট সময় অন্তর বিশেষ প্রার্থনা হয়। অন্যান্য দিন সকাল ৮টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত চার্চ খোলা থাকে।


Share